মাদারীপুরে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৯১

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ০৬:২৯

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৯১, লকডাউনের ৭ম দিনে বেড়েছে মানুষের চলাচল

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন নতুন করে আরও ৯১ জন। আক্রান্তের হার ৩৫ দশমিক ৭১ ভাগ। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩শ’ ৬৫ জনে। মোট শনাক্তের হার ৩২ দশমিক ৩৮ ভাগ। জেলায় মোট মৃত্যু ৩৮ জন।

লকডাউনের ৭ম দিনেও মানুষের মধ্যে সচেতনতার ব্যাপক অভাব লক্ষ্য করা যাচ্ছে। রাস্তায় বেড়েছে যানবাহন। বাস ছাড়া চলাচল করছে সকল ধরণের পরিবহন। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও জনসাধারণকে মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি। বাংলাবাজার ঘাটে ট্রাক ছাড়াও প্রাইভেট গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বন্ধ রয়েছে স্পীডবোট ও লঞ্চ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top