কর আরোপ ছাড়াই মাদারীপুর পৌরসভার বাজেট ঘোষণা

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ০৪:০২

মাদারীপুর পৌরসভার নতুন কোন কর আরোপ ছাড়াই ১শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার বাজেট ঘোষণা

মাদারীপুর পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর সভার মিলনায়তনে র্ভাচুয়ালিভাবে জুম অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বাজেট ঘোষণা করেন তৃতীয় বারের নির্বাচিত সফল মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ।

মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ নতুন কোন কর আরোপ ছাড়াই উন্নয়ন প্রকল্পসহ ১শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২শ ৯৬ টাকা ৫ পয়সা বাজেট ঘোষণা করেন। র্ভাচুয়ালিভাবে জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ মো: ফিরোজ ইলিয়াস, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মনির হোসেনসহ সকল ওয়ার্ডের কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিকবৃন্দ।

বাজেট ঘোষণাকালে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ জানান,নতুন কোন কর আরোপ না করেই ২০২১-২২ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে ১শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২শ ৯৬ টাকা ৫ পয়সা ও ব্যয় ধরা হয়েছে ১শ ৩ কোটি ৬৩ লক্ষ ৫৫ হাজার ৪শ ২৪ টাকা ৭৯ পয়সা এবং ৬ কোটি ৭১ লক্ষ ৩০ হাজার ৮শ ৭১ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়। দলমত নির্বিশেষে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top