ঈশ্বরদীতে শনাক্তের রেকর্ড একদিনে ২ শতাধিক

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০০:২৮

ঈশ্বরদীতে শনাক্তের রেকর্ড একদিনে ২ শতাধিক

ঈশ্বরদীতে বিগত দিনের এবং করোনার প্রথম ঢেউয়ের সকল রেকর্ড ভেঙে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২৫ জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৫৪ শতাংশ।

তবে এ সময়ের মধ্যে উপজেলায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। শুক্রবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এই সময় র‍্যাপিড অ্যান্টিজেনে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে । বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮৭ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯০ জন।

আগের দিন বৃহস্পতিবার ঈশ্বরদীতে ৭২১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৬ শতাংশ। ঈশ্বরদীতে গত বছরের ৮ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। উপজেলায় করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা শনাক্তর রেকর্ড।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঈশ্বরদী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top