শিবচরে ৯ বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগে একজন গ্রেফতার
মাদারীপুর থেকে | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০৫:২০
মাদারীপুরের শিবচরে তৃতীয় শ্রেণির ছাত্রী ৯ বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে শিশুটির প্রতিবেশী অভিযুক্ত ফরহাদ মুন্সিকে (৪৫) গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা যায়, ৬ জুলাই মঙ্গলবার বিকেলে জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকইর গ্রামের পশ্চিম কাকইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ওই শিশুটি তার সমবয়সী আরেক শিশুর সাথে খেলতে খেলতে তাদের প্রতিবেশী ফরহাদ মুন্সির বাড়ির পুকুর পাড়ে যায়।
এসময় ফরহাদ মুন্সি শিশুটিকে ডেকে পাশে বসিয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এতে শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করলে ফরহাদ শিশুটিকে এ ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। কিন্তু শিশুটি বাড়িতে এসে তার মা বাবার কাছে ঘটনা খুলে বলে।
পরে শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার শিবচর থানায় মামলা দায়ের করলে ওইদিনই রাতে অভিযান চালিয়ে পুলিশ ফরহাদ মুন্সিকে গ্রেফতার করে। পরে শুক্রবার সকালে আসামীকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ফরহাদ শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকইর গ্রামের মৃত জলিল মুন্সির ছেলে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল হোসেন বলেন, শিশুকে শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাদারীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।