রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

নিম্নচাপের প্রভাবে সারাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৭:৩৬

নিজস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি শুক্রবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গ-খুলনা দিয়ে স্থলভাগে উঠে আসে। স্থলভাগে উঠে এসে শক্তি কমে স্থল নিম্নচাপে পরিণত হয়। সাগর থেকে উঠে আসায় এর মাধ্যমে বিরূপ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা নেই। তবে বায়ুচাপের তারতম্য থাকায় উত্তাল রয়েছে সাগর। তাই দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর থেকে নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

নিম্নচাপের পুরো অংশই বাংলাদেশ জুড়ে বিস্তৃত রয়েছে। তাই শুক্রবার সারাদিন বৃষ্টিভেজা আবহাওয়া বিরাজ করেছে সারাদেশে। গেল ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। সূর্যের দেখা মেলেনি বেশিরভাগ জেলায়। মেঘ-বৃষ্টি আর দমকা হাওয়ার কারণে অনেকটা স্থবির হয়ে গেছে স্বাভাবিক জীবন যাত্রা।

এদিকে গোপালগঞ্জ সংবাদদাতা জানান, বৈরী আবহাওয়ার কারনে গত দুই দিনের টানা বৃষ্টিতে গোপালগঞ্জে স্থবির জনজীবন। পৌরসভার রাস্তা ও নিচু এলাকা পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।

দেশের অন্যান্য জেলাতেও সারাদেশের মত টানা বর্ষণে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এনএফ৭১/জুআসা/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top