কোরবানির ঈদকে সামনে ব্যস্ততা বেড়েছে মাদারীপুরের কামার পাড়ায়

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ০২:৩৬

কোরবানির ঈদকে সামনে ব্যস্ততা বেড়েছে মাদারীপুরের কামার পাড়ায়। কিন্তু অন্য বছরের তুলনায় লোহার তৈরি,দা,ছুরি-বটি তৈরির চাহিদা কম। করোনা আর লকডাউনে ক্রেতা কমে গেছে। এতে আয়ও কমেছে তাদের।

সাড়া বছর কামার শালায় থাকে টুংটাং শব্দ। বেড়ে যায় কোরবানির ঈদ কাছে এলে। কোরবানির পশু জবাই থেকে শুরু করে প্রস্তুত করতে লোহার তৈরি নানা অস্ত্রের প্রয়োজন হয়। তাই ঈদের আগে কামার শালায় ভিড় করে মানুষ। ব্যস্ততা বাড়ে কামারদের। কিন্তু এবারের চিত্র ভিন্ন।

কামাররা বলছেন এবার নেই তেমন ব্যস্ততা। করোনা আর লকডাউনে কমছে মানুষের আনাগোনা। আগের মতো ভীর নেই তাদের দোকানে। অন্য বছরের তুলনায় লোহার তৈরি, দা, ছুরি-বটি তৈরির চাহিদাও কম। আয়ও বাড়ছেন আগের মতো। অতি কষ্টে সংসার চালালেও পূর্ব-পুরুষের রেখে যাওয়া এ পেশায় উৎসাহের কমতি নেই তাদের।

জেলায় কোরবানির চাহিদা আছে প্রায় ৩৪ হাজার পশু। তবে করোনার দু:সময়ে বড় বড় খামারীদের প্রায় অধিকাংশ শতকরা ৮০ ভাগ গরুই তারা বিক্রি করে ফেলছে। তবে এ বছর করোনার কারণে কমতে পারে কোরবানির সংখ্যা। অন্য লাইনে আপলোড দিয়ে কোরবানির পশু বিক্রয়ের কথা জানালেন এই কর্মকর্তা।

মাদারীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,কে, এম আনোয়ারুল হক বলেছেন, নানা প্রতিকূলতার মাঝেও এ পেশায় সংশ্লিষ্টদের প্রত্যাশা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করবে সরকার।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top