কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন পেলো সুরক্ষা সামগ্রী

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৪:৩২

কোটালীপাড়ায় করোনা রোগীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো সুরক্ষা সামগ্রী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা রোগীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম গেরিলা’কে সুরক্ষা সামগ্রী দিয়েছেন ব্রাইট স্টার কম্পিউটার ক্লাব।

রোববার উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়ে বসে ব্রাইট স্টার কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে টিম গেরিলাকে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ধরণের সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিম গেরিলার পরিচালক নির্ঝর চক্রবর্তীর হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, ব্রাইট স্টার কম্পিউটার ক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ হাজরা, সহ-সভাপতি বাদশা মাহমুদ, মিলন হাজরা, দীপক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক চৌধুরী শামিম বাবু উপস্থিত ছিলেন।

ব্রাইট স্টার কম্পিউটার ক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ হাজরা বলেন, "ব্রাইট স্টার কম্পিউটার ক্লাব তথ্য প্রযুক্তি ও বিভিন্ন ধরণের সেবামূলক কাজ করে থাকে। এরই অংশ হিসেবে আজ আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে কোটালীপাড়ায় করোনা রোগীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন টিম গেরিলাকে বিভিন্ন ধরণের সুরক্ষা সামগ্রী দিলাম। আমাদের এ ধরনের
কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে।"

টিম গেরিলার পরিচালক নির্ঝর চক্রবর্তী বলেন, "করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবাসহ টিম গেরিলা নানা ধরণের সেবামূলক কাজ করে থাকে। এ সময়ে আমাদের পিপিইসহ নানা ধরণের সুরক্ষা সামগ্রীর প্রয়োজন হয়। আজকে আমাদেরকে ব্রাইট স্টার কম্পিউটার ক্লাব যে সুরক্ষা সামগ্রী দিয়েছে তা দিয়ে আমরা করোনা রোগীদের সেবায় কাজ করতে পারবো। আমরা চাই ব্রাইট স্টার কম্পিউটার ক্লাবের মতো বিভিন্ন সংগঠন আমাদের সহযোগিতায় এগিয়ে আসুক।"

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top