হিলিতে করোনার গণটিকা নিশ্চিতে আলোচনা সভা অনুষ্ঠিত
হিলি থেকে | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ২৩:৩৭
দিনাজপুরে হিলিতে ১৮ বছর বয়স ঊর্ধ্ব সকল নারী পুরুষের করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা ড.মমতাজ সুলতানা,থানার তদন্ত ওসি মোস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ অনেকে।
আলোচনা সভায় সকলকে টিকার আওতায় নিয়ে আসার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধি ও সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের কাজ করার আহবান জানানো হয়। ৭ই আগস্ট থেকে উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে ৩টি করে বুথে প্রতিদিন প্রতি বুথে ২শ জনকে টিকা প্রদান করা হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।