পরিবারের খোঁজ মেলেনি পথভোলা কিশোরীর
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২১, ০০:০৫
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় উদ্ধার হওয়া পথভোলা বুদ্ধিপ্রতিবন্ধী (অটিস্টিক) কিশোরীর পরিবারের সন্ধান এখনও পায়নি ফকিরহাট মডেল থানা পুলিশ। বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীটি তার নিজের নাম পরিচয় সঠিকভাবে বলতে পারছে না।
ফকিরহাট উপজেলা পরিষদ মোড়ে বুধবার (০৪ আগস্ট) রাত ৮টার দিকে এক কিশোরীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে দোকানদার ও এলাকার মানুষ তার পরিচয় জানতে চায়। কিন্তু কথা বলতে গেলে বুঝতে পারে সে বুদ্ধিপ্রতিবন্ধী। পরে পুলিশে খবর দিলে মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করেন।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম মুঠো ফোনে জানান, “খুঁজে পাওয়া কিশোরীটি নিজের পরিচয় বলতে পারছে না। তার পরিবারের সন্ধানের চেষ্টা চলছে। কিশোরীটি এখন থানার উইমেন কেয়ার সেন্টারে নারী পুলিশ সদস্যদের হেফাজতে আছে।”
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।