ঘোড়াঘাটে শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২১, ০০:২৯

ঘোড়াঘাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ সুযোগ্য পুত্র বাংলাদেশের মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনী অন্যতম সংগঠক, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের পথিকৃৎ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের নেতৃত্বে সহকারী কমিশনার মাহমুদুল হাসান (ভ‚মি) ও ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আজিম উদ্দিন সহ ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা শরেন, কৃষি কর্মকর্তা ইখলাস হোসেন সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রোমানা আক্তার রোমি, নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক, সাব রেজিস্ট্রার মনছুর আলী, ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নূরনবী খান ও অন্যান কর্মচারী বৃন্দ বঙ্গবন্ধুর মুড়ালে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত সহ গাছের চারা বিতরণ করা হয়।

একই দিন ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশার অসুস্থতার কারণে পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সদের আলী খন্দকার, দপ্ত সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, সিংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম, সমাজ সেবক কাজী ইসমেত আহমেদ চৌধুরী শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top