মাদারীপুরে তক্ককসহ ১ ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৮
মাদারীপুর থেকে | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ২৩:২৮
মাদারীপুরের রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ চোরাচালান চক্রের সদস্য আকরাম শিকদারকে (৬২) আটক করেছে র্যাব-৮। শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার আলমদস্তার গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমলদস্তার শিকদার বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে আকরাম নামের এক চোরা চালান কারবারিকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ আটক করেন।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করে র্যাব। র্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে সরীসৃপ প্রাণী তক্ষকসহ বিভিন্ন মূল্যবান বস্তু সংগ্রহ করে এবং সেগুলো অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে দেশের বাইরে পাচার করে থাকেন। তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাদারীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।