লকডাউনের পর চেনা রূপে ফকিরহাট, নেই স্বাস্থ্যবিধি

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ০০:৩৩

লকডাউনের পর চেনা রূপে ফকিরহাট, নেই স্বাস্থ্যবিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টানা ১৯ দিনের লকডাউন শিথিল হলে চেনা রূপে ফিরেছে মানুষের চলাচল। বাইরে বের হওয়া পথচারীদের পদচারণায় রাস্তাঘাট মুখর হলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনিহা দেখা যায়। উপজেলার ব্যস্ততম ডাকবাংলা মোড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষের মুখে মাস্ক পড়তে দেখা যায়নি। আবার অনেকে মাস্ক পরলেও তা ছিল নাক বের করে বা দাড়িতে নামিয়ে রাখা।

বুধবার (১১ আগস্ট) সকাল থেকে ফকিরহাটে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিসসহ আর্থিক প্রতিষ্ঠান। করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধি নিষেধ শিথিল করা হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। যা বুধবার সকাল থেকে শিথিল করা হয়।

এদিকে উপজেলার আরেক ব্যস্ততম কাটাখালী মেড়ে মানুষের ভিড় ছিল লক্ষ করার মতো। সেখানেও মানুষের মাঝে মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি পালনের কোন আগ্রহ দেখা যায়নি। খুব সামান্য সংখ্যক মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে দেখা গেছে। প্রশাসনের তৎপরতাও তেমন লক্ষ করা যায়নি।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ‘পুলিশের দু’টি টিম স্বাস্থ্য বিধি বিষয়ে কাজ করতে মাঠে রয়েছে। তবে বিধি লঙ্ঘনের দায়ে কোন জরিমানা করার খবর এখনও পাইনি।’

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top