সাম্প্রদায়িকতার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ০৩:৩৫

সাম্প্রদায়িকতার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দির, কিছু দোকানপাট ও বসতবাড়িতে হামলার ঘটনার পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ষ্টেশন রোড বাজার এলাকায় উপজেলা ও পৌর হিন্দু-বৌদ্ধ মহাজোটের আয়োজনে স্থানীয় হিন্দুধর্মাবলম্বী ব্যক্তিরা মানববন্ধন করেন।

উপজেলা হিন্দু বৌদ্ধ মহাজোটের সিনিয়র সহসভাপতি মাধব পালের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্যে দেন, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা শহিদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুলিন চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়।

আরো ছিলেন, হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব কুন্ডু তপু, পৌর হিন্দু-বৌদ্ধ মহাজোটের সভাপতি উত্তম সহা, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা, পাবনা জেলা ছাত্র হিন্দু মহাজোটের যুগ্ম আহবায়ক ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি পার্থ প্রতিম দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী গোপাল অধিকারী।

বক্তরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বারবার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য, দোকান-পাট, মন্দির ও উপাসনালয়ে হামলা ও লুটপাটের পরও একে স্থায়ীভাবে প্রতিরোধে সরকারের দীর্ঘমেয়াদী তেমন কোনো উদ্যোগ গ্রহণ করছে না, এটা খুবই দুঃখজনক। যেসব সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার এসবে ইন্ধন দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

একইসঙ্গে বক্তারা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঈশ্বরদী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top