পাবনা প্রেসক্লাব সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ২৩:৩৬

পাবনা প্রেসক্লাব সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য (এমপি) আজিজুল হক আরজুর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঈশ্বরদী উপজেলার গণমাধ্যমকর্মীরা।

শনিবার সকালে উপজেলা সদরের রেলওয়ে গেট চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক বীর বাংলার সম্পাদক ও দৈনিক আজকালের খবরের ঈশ্বরদী প্রতিনিধি ওহিদুজ্জামান টিপু।

ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খন্দকার মাহাবুবুল হক দুদু, দৈনিক করতোয়ার ঈশ্বরদী প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক যায়যায়দিনের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক হাসানুজ্জামান, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আলহাজ্ব সুমার খাঁন, দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, বাংলাদেশ পোষ্টের ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার নীতি মেনে অভিযুক্তের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের পরেও পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। সংবাদকর্মীদের কণ্ঠরোধ করতেই তিনি এ মামলা দায়ের করেছেন বলে মন্তব্য করেন তারা। অবিলম্বে এই মামলাটি প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top