জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

মাদারীপুর থেকে | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ০০:১০

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই স্লোগানকে সামনে রেখে, মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ই আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাদারীপুর স্থানীয় সরকার উপ-পরিচালক আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুমন চন্দ্র, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা।

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন, আমরা যদি সচেতন হই তাহলেই মাছের প্রজননে বিস্তার ঘটাতে পারি, অপরিপক্ব মাছ ধরা থেকে বিরত থাকতে হবে এবং মাছের অভয়ারণ্য তৈরি করতে হবে। সকলের সহযোগিতার ফলেই এটা করা সম্ভব।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top