নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় ৩ নাগরিক
হিলি থেকে | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫
অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরলেন ভারতীয় ৩ নাগরিক।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ভারত হিলি ইমিগ্রেশন ওসি শিপ্র রায়ের নিকট বাংলা হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি সেকেন্দর আলী তাদের হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ফেরতকৃতরা হলেন, ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবারে রামল গ্রামের ললতা সিংয়ের ছেলে রাজপুত (৩৬), পশ্চিম বঙ্গের দমদমা গ্রামের শেখর রায়ের মেয়ে ঐশি রায় (২২), এবং দক্ষিণ দিনাজপুর জেলার দাইনুর গ্রামের মনসুর আলীর স্ত্রী গুলজান বিবি (৪৫)।
ইমিগ্রেশন ওসি সেকেন্দর আলী জানান, ফেরতকৃত ৩ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আটক হন। এরপর তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।