শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মাদারীপুরের শিবচরে ২৬ টি বিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ২২:১৯

মাদারীপুরের শিবচরে ২৬ টি বিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা

দীর্ঘদিন পর ১২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় চালুর খবরে মাদারীপুরের শিবচরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে নানা প্রস্তুতি। তবে বন্যার কারণে পাঠদানে অনুপযোগী হয়ে পড়েছে উপজেলায় ১৮০টি বিদ্যালয়ের ২৬টি। এতে শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রিয়াজ উদ্দিন মাদবরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকা চালাচ্ছে দুই শিক্ষার্থী। এছাড়াও পল্লিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছিম বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসচর বন্দরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশের সমস্ত এলাকা ও রাস্তাঘাট পদ্মার পানিতে প্লাবিত। এতে এসব বিদ্যালয়ে পাঠদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহম্মেদ জানান, জেলার যেসব বিদ্যালয়ে পানি উঠতে পারে তার একটি তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন পর্যন্ত বেশ কিছু বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। কিছু বিদ্যালয়ের চলাচলের রাস্তায় পানি উঠেছে। তবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সেভাবে পানি উঠেনি। যদি পানি উঠে তাহলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে শিবচর উপজেলার চরাঞ্চলের বিদ্যালয়গুলো বেশি ঝুঁকিপূর্ণ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top