হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

হিলি থেকে | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫০

হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষে দিনাজপুরের হিলিতে প্রাণি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এসময় সেখানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন,উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাব,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.সেলিম শেখ,ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ, সহ অনেকে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৫০টি স্টল অংশগ্রহণ করেন।মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাঁড় গরু, গাভী গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ ৩৮ প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়। এর আগে সংসদ সদস্য কিশোর-কিশোরী ক্লাব, স্থাপনের সামগ্রী বিতরণ করেন। পরে হাকিমপুর পৌর সভার আয়োজনে পৌর এলাকার সকল রাস্তার পাশে সাউন্ড সিস্টেম এর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সহ পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top