হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন
হিলি থেকে | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫০
পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষে দিনাজপুরের হিলিতে প্রাণি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় সেখানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন,উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাব,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.সেলিম শেখ,ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ, সহ অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৫০টি স্টল অংশগ্রহণ করেন।মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাঁড় গরু, গাভী গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ ৩৮ প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়। এর আগে সংসদ সদস্য কিশোর-কিশোরী ক্লাব, স্থাপনের সামগ্রী বিতরণ করেন। পরে হাকিমপুর পৌর সভার আয়োজনে পৌর এলাকার সকল রাস্তার পাশে সাউন্ড সিস্টেম এর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সহ পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।