সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ঢেকে চার শিক্ষার্থীকে বেধড়ক মারধর
মাদারীপুর থেকে | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৬

মাদারীপুরে মাদ্রাসায় সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ঢেকে চার শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ
মাদারীপুর শহরের শাহ মাদার দরগা শরীফ মাদ্রাসার হুজুর বেলাল হোসাইন চার শিক্ষার্থীকে সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ডেকে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ১০ সেপ্টেম্বর আছর নামাজের পর চার শিক্ষার্থীকে মারধর করেন শিক্ষক বেলাল হোসাইন। এসময় দুই শিক্ষার্থী পালিয়ে বাড়িতে আসতে বাধ্য হয়। মারধরের শিকার চার শিক্ষার্থীর বাড়ি জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোথলা গ্রামে। তারা সবাই মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী।
হুজুরের নির্মম নির্যাতনের শিকার আসিফ বেপারীর (১০) জানান, অহেতুক হুজুর আমাকে মেরেছেন। কুচকিতে ঘাঁ হওয়ায় আমি অসুস্থ্য ছিলাম। আছরের নামাজ পড়তে পারিনি। তাই হুজুর সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ঢেকে আমিসহ চারজনকে বেধরক মারধর করে। আমার হাত ও পিঠে দাগ হয়ে গেছে। হুজুর আমাদের হুমকি দেয় যে আমদের মতো দুই একজন মেরে দরকার হয় সে জেলে যাবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাদারীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।