স্কুলের খেলার মাঠে লাগিয়ে দেয়া হলো গাছ
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২০
দীর্ঘ করোনাকালীন সময়ের পর খুলেছে স্কুল। এখন আবার শিক্ষার্থীদের পদচারণায় ও খেলাধুলায় মুখরিত হয়ে উঠবে স্কুল মাঠ। কিন্তু স্কুলের খেলার মাঠে লাগিয়ে দেয়া হয়েছে সারি সারি গাছ। আবার গাছ রক্ষায় মাঠটি ঘিরে দেয়া হয়েছে বেড়া।
আর এমনই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে। এতে স্কুলের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। তারা মাঠ দখলের প্রতিবাদে ও দখলমুক্ত করার দাবীতে স্কুলের সামনে মানববন্ধন করেছে। একই সাথে শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, বিষয়টি প্রধান শিক্ষক আমাদের জানিয়েছেন। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাতে বলেছি। আশা করি বিষয়টি সমাধান হয়ে যাবে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানিয়েছেন, প্রধান শিক্ষক মোবাইল ফোনে মৌখিক ভাবে জানিয়েছেন। এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। আগামীকাল বৃহস্পতিবার বিষয়টি তদন্তে জন্য সরেজমিনে সহকারি কমিশনার ভূমি নির্দেশ দেয়া হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।