কালকিনিতে স্কুলের জমি দখলের অভিযোগ

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২৫

মাদারীপুরের কালকিনিতে স্কুলের জমি দখলের অভিযোগ, মাঠে রোপন করা হচ্ছে কলা ও ধানের চারা

মাদারীপুরের কালকিনিতে স্কুলের জমি দখল করে কলা ও ধানের চারা রোপন করার অভিযোগ পাওয়া গেছে। ফলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতে বিগ্ন ঘটছে। যাদের বিরুদ্ধ দখলে অভিযোগ উঠেছে তারা ওই জমি তাদের বলে দাবী করছেন।

কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। আমি তাৎক্ষণিক ওই ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তারা বিষয়টি দেখে আপাতত মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছেন। এখন দিন-তারিখ ঠিক করে জায়গাটা পরিমাপ করলে সঠিক সিদ্ধান্ত নেয়া যাবে।’

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘রায়পুর কাচারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসেছিলেন। আমি তহশিলদারকে পাঠিয়ে মাটি কাটার কাজ বন্ধ করেছি। বিদ্যালয়ের দলিল আনতে বলেছি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top