যৌন হয়রানীর অভিযোগ মিথ্যা উল্লেখ করে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৬

সাবেক গৃহকর্মীর যৌন হয়রানীর অভিযোগ মিথ্যা উল্লেখ  করে সংবাদ সম্মেলন

সাবেক গৃহকর্মীকে যৌন হয়রানী অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও যড়যন্ত্র উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচায্য (রুটিন দায়িত্ব) ও বিজ্ঞান অনুষদের ডীন ড. মো: শাহজাহান।

শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের শ্রেনী কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার কর্মের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্ন সময়ে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে আমার মান- সম্মান ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি আমার বিরুদ্ধে এক গৃহকর্মীকে যৌন হয়রানীর বিষয় উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয় এবং বিভিণ্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। যা আমার জন্য অত্যন্ত অমর্যাদাকর এবং সামাজিক ও পারিবারিকভাবে সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সংবাদ সম্মেলনে ড. মো: শাহজাহান এর স্ত্রী পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোসাম্মৎ হালিমা খাতুন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডীন ড. মো: রাজিউর রহমানসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top