শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মমেকে করোনার উপসর্গে মৃত্যু ২ জনের

ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ২০:০০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্তে কোন মৃত্যু হয়নি। তবে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১০০ জন রোগী। এদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন আছেন ১৩ জন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৩১৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২ জনের দেহে। শনাক্তের হার ৬.৯২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৭৯৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top