গোপালগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:২৮
গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, ভোক্তা অখিতার নিশ্চিত করতে জেলার কাশিয়ানী উপজেলার ব্যাসপুর ও জয়নগর বাজারে অভিযান চালানো হয়। এসময় দুই বাজারের তিনটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে বিভিন্ন অংকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলু ও কাশিয়ানী থানার পুলিশ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।