শিবচরে লুডু খেলা নিয়ে এক শিশু হত্যা

মাদারীপুর থেকে | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২২

শিবচরে লুডু খেলা নিয়ে এক শিশু হত্যা

মাদারীপুরের শিবচরে মোবাইলে লুডু খেলা নিয়ে বকা দেয়ায় রতন মোল্লা(৮) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা ও সোহন(৯) নামের অপর এক শিশুকে হত্যা চেষ্টা করে গুরুতর আহত করা হয়েছে। মোবাইলে লুডু খেলা নিয়ে মেহেদী নামের এক যুবক দুই শিশুকে বেড়াতে নেয়ার কথা বলে এক্সপ্রেস হাইওয়েতে ভয়াবহ এই হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হয়। শিবচর থানা পুলিশ মেহেদীকে গ্রেপ্তার করলে সে হত্যার কারণ হিসেবে এই তুচ্ছ ঘটনাকে উল্লেখ করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লুডু খেলা নিয়ে ছোট্ট রতন ও সোহান মেহেদীকে বকা দিলে এতে ক্ষুদ্ধ হয়ে শিশু দুটিকে হত্যার ছক কষে মেদেহী হাসান। মঙ্গলবার বিকেলে ঘোড়ানো ও নতুন রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে পদ্মা সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন নির্জন স্থানে নিয়ে যায় তাদের। সেখানে নির্জন স্থানে রতনকে শ্বাসরোধ করে হত্যা করে মেহেদী। প্রায় ২০ মিনিট রতন বাড়ি চলে গেছে বলে সোহানকে নিয়ে বাংলাবাজার ঘাট এলাকায় যায় মেহেদী।

সেখানে নিয়ে সোহানকেও শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করলে সোহানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মেহেদী নানা বাড়ি পালিয়ে যায়। স্থানীয়রা সোহানকে উদ্ধার করে। নানা বাড়িতে পরিবারের লোকজন মেহেদীর সারা শরীরে কাদামাখা দেখে রতন ও সোহানের খোঁজ জানতে চাইলে কৌশলে মেহেদী বিষয়টি এড়িয়ে যেতে চায় ব্যাপারটা। তখন রতন সোহানের স্বজনরা শিবচর থানায় খবর দেয়।

সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান,ওসি মোঃ মিরাজ হোসেন, পরিদর্শক( তদন্ত ) মোঃ আমির সেরনিয়াবাতসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকান্ডর বিষয়টি স্বীকার করে ও হত্যাকান্ডের স্থানে রতনের লাশ দেখিয়ে দেয়। উদ্ধার করা হয় মোবাইল ফোনটিও। বুধবার মধ্যরাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ঘাতক মেহেদী বলেন, মোবাইলে লুডু খেলার সময় ওরা আমার বাবা মাকে বকা দেয়। তাই ওদের আমি হত্যা করি।
শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবাইলে লুডু খেলার সময় বকা দেয়া নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top