দুদকের জালে ইউপি চেয়ারম্যান
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৪২
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাসের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গেলো বছরের ২৯ ডিসেম্বর তিয়াড়া ইউনিয়নের জনগণ দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন করেন। চলতি বছরের ৫ জানুয়ারি দুদক আবেদনটি গ্রহণ করেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মন্ডল স্বাক্ষরিত একটি পত্রে বিস্তারিত তথ্য সংগ্রহপূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বলেন, আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এলাকার জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করতে বেনামে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছে একটি প্রতিপক্ষ মহল। আমার জানামতে এটা আমার বিরুদ্ধে ১২তম অভিযোগ দায়ের। একই অভিযোগ আগে ১১বার দিয়েছে। এর একটা অভিযোগও সত্য নয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, ইউনিয়নে সরকারি যে বরাদ্দ হয় সেগুলো যথাযথ মনিটরিং এর মাধ্যমে হয়ে থাকে। এখানে বড় ধরনের কোন অনিয়ম করার সুযোগ নেই। আমার ১৩ মাসের দায়িত্বকালে এই ধরনের কোন অনিয়ম চোখে পড়েনি বা কেউ অভিযোগও করেনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।