গোপালগঞ্জে ১ হাজার ২২৮টি মন্দিরে দূর্গা পূজা আয়োজনের প্রস্তুতি

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২৫

গোপালগঞ্জে ১ হাজার ২২৮টি মন্দিরে দূর্গা পূজা আয়োজনের প্রস্তুতি

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গোপালগঞ্জ জেলায় ১ হাজার ২২৮টি মন্দিরে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। ইতিমধ্যে খড়, মাটি আর দো-মাটি দিয়ে প্রতিমা তৈরি কাজ শেষ হয়েছে। তবে এবছর করোনা ভাইরাসের কারণে জাঁকজমক পূর্ণভাবে না হলেও স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনে ব্যস্ত রয়েছেন আয়োজকেরা।



বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখা সূত্রে জানা গেছে, এ বছর গোপালগঞ্জ জেলায় ১ হাজার ২২৮টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় ৩২১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া কোটালীপাড়া উপজেলায় ২৯০টি, মুকসুদপুর উপজেলায় ২৮৭টি, কাশিয়ানী উপজেলায় ২৩৪টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৯৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: অসিত কুমার মল্লিক জানান, ইতিমধ্যে আমাদের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা হয়েছে। এ বছর শুধু মাত্র মন্দিরের মধ্যে আলোকসজ্জা করা হবে। বাইরের সড়কগুলোতে আলোকসজ্জা, গান বাজনাসহ কোন অনুষ্ঠানের আয়োজন থাকবে না। প্রতিটি মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top