মুকসুদপুরে পুলিশ কনেস্টবল নিয়োগ নিয়ে ভিডিও প্রদর্শনী

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০৯

মুকসুদপুরে পুলিশ কনেস্টবল নিয়োগ নিয়ে ভিডিও প্রদর্শনী

দুর্নীতি স্বজনপ্রীতিবিহীন পুলিশ কনেস্টবল নিয়োগে গোপালগঞ্জের মুকসুদপুরে ভিডিও প্রদর্শনী করা হয়েছে। মুকসুদপুর থানা পুলিশ এ ভিডিও প্রদর্শনীর আয়োজন করে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সরকারি মুকসুদপুর কলেজে পুলিশ সদর দপ্তর হতে প্রেরিত এ ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া।

এসময় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সরকারি মুকসুদপুর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ড. কবির আহমেদ, কলেজ শিক্ষক ফোরামের সম্পাদক ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

এ ১৩ মিনিটের ভিডিওটিতে পুলিশ কনেস্টবল নিয়োগের যাবতীয় ধাপ, এবং দালাল বা প্রতারক মুক্ত থাকার আহবান জানানো হয়। ভিডিও প্রদর্শনীতে মুকসুদপুর কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী অবলোকন করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top