ডাসার উপজেলার ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫

মাদারীপুরের ডাসার উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাদারীপুরের ডাসার উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মাতুব্বরের নাম তার অজান্তে একটি মামলায় বাদী হিসেবে লিপিবদ্ধ করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও তার সমর্থকরা। বুধবার সকালে তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যানান মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর সাংবাদিকদের জানান, 'গেল ২৬ জুলাই ২০২১ইং তারিখ ১১৭তম নিকার সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাসার থানাকে উপজেলা ঘোষণা করেন। এ উপজেলা ঘোষণা হওয়ার পর থেকে কিছু সংখ্যক লোক উপজেলা বিরোধী আন্দোলন করে আসছে। আমি কখনই ডাসার উপজেলার বিরোধিতা করি নাই। তবে কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক ডাসার উপজেলা সদর দপ্তর ডাসার কাঁঠালতলা বাজার সংলগ্ন স্থাপনের আবেদন বলে আমার স্বাক্ষর নেন। কিন্তু সে আমার নামকে আমার অজান্তে উপজেলার বিরুদ্ধে একটি মামলায় বাদী হিসেবে লিপিবদ্ধ করেন। তাই আমার ইচ্ছার বিরুদ্ধে আমার নাম বাদী হিসেবে ব্যবহার করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

এ ব্যাপারে কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক বলেন, চেয়ারম্যান ফরহাদ হোসেনকে বাদী করে কোন মামলা দেয়া হয়নি। তবে উপজেলা ঘোষণা হওয়ার পর থেকে আমাদের সাথে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন উপজেলা বিরোধী আন্দোলন করে আসছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top