প্রধানমন্ত্রীর উপহার পেল প্রতিবন্ধীর তিন নবজাতক সন্তান
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ০০:২৫
গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়েছেন বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের তিন নবজাতক সন্তান।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে উপজেলার বর্ণ হাসপাতালে গিয়ে এ উপহার তুলে দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ উপহারের মধ্যে রয়েছে নতুন পোশাক, শিশু খাদ্য ও সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রকার ফল।
এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সিতাইকুন্ড গ্রামের বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম বর্ণ হাসপাতালে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে রাবেয়া বেগম ও তার তিন সন্তান সুস্থ রয়েছে। নইম-রাবেয়া দম্পতির ঘরে আরও দুটি সন্তান রয়েছে।
বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম জানান, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমি খুব খুশি। আমি স্বপ্নেও ভাবিনি প্রধানমন্ত্রী আমাদের জন্য উপহার পাঠাবেন। আমি প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, একটি অসহায় পরিবারের এক বোন এক সঙ্গে তিনটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। এ খবর জানার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ অসহায় পরিবারটিকে উপহার হিসেবে নতুন পোশাক, শিশু খাদ্য ও সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রকার ফল পৌঁছে দিলাম। আমরা সাংগঠনিক ভাবেও আগামীতে এই পরিবারটির পাশে থাকবো।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।