গোপালগঞ্জে জায়গা বুঝে পাওয়ার দাবীতে মানববন্ধন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ০২:৪৫
গোপালগঞ্জের মুকসুদপুরে বিজ্ঞ আদালতের ডিক্রি পাওয়ায় জায়গা বুঝে পাওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। শুক্রবার সকালে মুকসুদপুর নতুন পৌরসভার সামনের সড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য মো: খোরশেদ আলম মোল্লা ও মৃত হোসনেয়ারা বেগম বলেন, ১৯৮৮ সালে কবলা মূলে মুকসুদপুর থানার ৫৯ নং টেংরাখোলা মৌজার আরএস ১৫০ নং খতিয়ানের এসএ ১৩ ও বিআরএস ২৯৩ এর ১৬৭ নং দাগে দুই শতাংশ জমি ক্রয় করেন মোঃ খোরশেদ আলম মোল্লা ও মৃত হোসনেয়ারা বেগম।
আমরা ২০০৭ সাল পর্যন্ত টানা ১৯ বছর শান্তিপূর্ণ ভাবে দোকান ঘর নির্মাণ করে ভোগ করতে ছিলাম। এক এগারোর সময়ে ভূমি অফিস ও স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে আমাদের দখলীয় সম্পত্তিতে অন্যায়ভাবে হালট দাবী করে জোরপূর্বক দোকান ঘর ভেঙ্গে দেয়। আমরা দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে একাধিকবার ভূমি অফিসে যোগাযোগ করি। আমাদেরকে কোন প্রকার সহযোগিতা না দিয়ে উল্টো বিভিন্নভাবে হয়রানী করেছে।
ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, আমরা একের পর এক হয়রানীর শিকার হচ্ছি, মানবতার জননী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। ক্ষমতার অপপ্রয়োগ কারী ভূমি অফিস ও তাদের সহযোগিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি এবং বিজ্ঞ আদালতের ডিক্রি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টির আবেদন করছি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।