মোটর সাইকেল নিয়ে জিম-জ্যাক করতে গিয়ে প্রাণ গেল যুবকের
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ০০:০৬
গোপালগঞ্জের কাদিয়ানীতে মোটরসাইকেল নিয়ে জিম-জ্যাক করতে গিয়ে বিপ্লব শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) রাতে কাদিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবু নাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবুনাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক জানান, বিপ্লব শেখ ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের উপর হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে জিক-জ্যাক করছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ফ্লাইওভারের রেলিংয়ের সাথে সাজোরে ধাক্কা খেলে মারাত্মক আহত হয় বিপ্লব। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
তিনি আরো বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।