গোপালগঞ্জে ১০ হাজার তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ০১:২৭

গোপালগঞ্জে ১০ হাজার তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্যঠিক রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০ হাজার তালের বীজ রোপন করা হয়েছে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন টিম লাইফ সাপোর্ট এর উদ্যোগে এ তালের বীজ রোপন করা হয়।

বেশি করে তাল গাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই এই স্লোগান নিয়ে এ তাল বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ।

কোটালীপাড় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বলেন, বজ্রপাতে বাংলাদেশে প্রাণহানির ঘটনা দিন দিন বাড়ছে। তাল গাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় নানান কর্মসূচী গ্রহণ ও দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সরকার। সরকারের পাশাপাশি আমাদের সকলকে নিজ দায়িত্বে কাজ করতে হবে। টিমলাইফসাপোর্ট পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল বীজ রোপনের যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top