জাতীয় রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ২২:৫০
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু জাতীয় জেলা ক্লাব রাগবি প্রতিযোগিতা-২০২১’ এ বাগেরহাট জেলার অগ্রযাত্রা রাগবি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের ১১ সদস্যের মধ্যে ৮ জন খেলোয়াড় ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের। এ সাফল্যে মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ৮টায় ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের সাথে সৌজন্য সাক্ষাতে আসা জেলা রাগবি দলকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন আয়োজিত ‘বঙ্গবন্ধু ১ম জাতীয় জেলা ক্লাব রাগবি প্রতিযোগিতা-২০২১’ চ্যাম্পিয়নশিপ গত শুক্রবার পল্টন ময়দানে শুরু হয়েছিল। এ প্রতিযোগিতায় গ্রুপ পর্ব পেরিয়ে দেশের ১১ টি জেলা অংশগ্রহণ করেন। দু’দিনব্যাপি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাগেরহাট জেলা দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের রাগবি খেলোয়াড়দের মধ্যে ৮ জন ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের এবং বাকি ৩ জন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ সময় ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, রাগবি খেলা প্রসারের জন্য তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। যাতে বাগেরহাট জেলা ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হতে পারে এবং ফকিরহাট উপজেলায় মানসম্মত নতুন নতুন খেলোয়াড় তৈরি হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।