ফকিরহাটে কন্দল ফসল উন্নয়ন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ০০:১৬
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল (মাটির নিচে উৎপাদিত) ফসল উন্নয়ন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টায় দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন করে ৪টি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কন্দাল জাতীয় ফসল আলু, আদা, কচু, মুলা, ওলকপি, বিটকপি, হলুদ ইত্যাদি চাষে উৎসাহিতকরণ ও উৎপাদনের বিভিন্ন কৌশল বিষয়ে উপজেলার ৮টি ইউনিয়নের ১২০ জন কৃষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এ সময় কৃষকদের বিভিন্ন উপকরণ দিয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।