গোপালগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ০২:৩৯

গোপালগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

সড়ক দূর্ঘটনায় নিহত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান রাজীব নিহত হবার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন শিক্ষকরা। মানববন্ধনে নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল রহমান, ইটিই বিভাগের জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্কুমুল আরিফিন অভি বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৩ অক্টোবর (বুধবার) বিকেলে গ্রামের বাড়ি পিরোজপুর থেকে গোপালগঞ্জে আসার পথে নাজিরপুরের কবিরাজবাড়ী নামক স্থানে দ্রুতগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কাজী মশিউর রহমান রাজীব নিহত হন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top