মমেকে করোনা ও উপসর্গে মারা গেছেন ২ জন

ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২১:১৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতাল

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় একজন ও উপসর্গে একজন মারা গেছেন। বুধবার (২০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন ময়মনসিংহ সদর উপজেলার সায়েদা বেগম (৬৭) এবং উপসর্গে মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজিয়া খাতুন (৫৪)। এদিকে, আইসিইউতে ৪ জনসহ বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন মোট ৬৬ রোগী। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে একজনের। শনাক্তের হার ০ দশমিক ৬০ শতাংশ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top