বাগেরহাটে হাইওয়ে পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালিত
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ০০:১৫
বাগেরহাটের ফকিরহাটে জনসচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। কাঁটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টায় হাইওয়ে থানা পুলিশের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাগেরহাট ও খুলনা জেলা বাসমালিক সমিতির প্রতিনিধি, বিভিন্ন যানবাহনের চালক, হাইওয়ে পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
কাঁটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এছাড়া বক্তব্য রাখেন রূপসা মোংলা বাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন, ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুর রহমান, সেলিম রেজা, আবু শামীম, আওয়ামী লীগ নেতা অঞ্জন কুমার দে,ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাংবাদিক আহসান টিটু, নাসির হোসেন, শেখ মনি, মোজাহিদুর রহমান, সৈয়দ অনুজ প্রমূখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।