সিনহা হত্যা মামলার ষষ্ঠ ধাপের সাক্ষ্যগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ২৩:৪৭
কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত ষষ্ঠ ধাপের প্রথম দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সাক্ষ্যহণ চলবে চলতি মাসের ২৭ অক্টোবর পর্যন্ত।
সোমবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ৩৬তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে বিচারিক কাজ শুরু হয়। ওসি প্রদীপ কুমারসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়েছে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) ১০ জন সাক্ষীকে উপস্থাপন করা হবে।
এর আগে, এক থেকে পঞ্চম ধাপে এসে ছয় সেনা কর্মকর্তা, পুলিশ সদস্যসহ ৩৫ জন তাদের জবানবন্দি দেন। তাদের জেরাও করে ১৫ আসামির আইনজীবীরা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।