সিলেটে ২২ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০, ১৬:১২

সিলেট থেকে:
মৌলভীবাজারে তেলবাহী ট্রেন দুর্ঘটনার দীর্ঘ ২২ ঘণ্টা পর সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ট্রেন চলাচলের উপযোগী করে লাইন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বলে জানান শ্রীমঙ্গল সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।
শাখাওয়াত হোসেন বলেন, কালভার্ট মেরামতসহ আরো বেশকিছু কাজ বাকি রয়েছে। তবে এসব কাজ ট্রেন চলাচল স্বাভাবিক রেখে সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, শনিবার (৭ নভেম্বর) ১২টার দিকে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ের স্টেশনের অদূরে চাঁনমারী এলাকায় চট্টগ্রাম-সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটির চারটি বগি, একটি পাওয়ারকার এবং পেছনে থাকা একটি সাহায্যকারী ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।