শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

হিলিতে পিয়াজের দাম কমছে কেজিতে ৭ টাকা

হিলি থেকে | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০৪:০৬

হিলিতে পিয়াজের দাম কমছে কেজিতে ৭ টাকা

ভারত থেকে পিয়াজ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিন দিন পিয়াজের ঝাঁজ কমতে শুরু করছে। এতে খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পিয়াজের দাম।

পাঁচ দিনের ব্যবধানে হিলি বাজারের আড়তগুলোতে কেজিতে ভারতীয় পিয়াজ ৫ থেকে ৭ টাকা কমে ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে বিক্রি হচ্ছে বেশি সেই সাথে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আজ রোববার হিলি স্থলবন্দরের বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।

বন্দরের পিয়াজ ব্যবসায়ীরা জানান,দেশের বাজারে পিয়াজের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি এলসি করেছে বন্দরের পিয়াজ আমদানিকারকরা। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। ভারতের অভ্যন্তরে পাইপ লাইনে আরও প্রচুর পরিমাণ পিয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সেগুলো আসলে আরও দাম কমবে বলেও জানান তারা।

পিয়াজ কিনতে আসা লুৎফর বলেন,কয়েক দিন আগে হিলি বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে ভারতীয় পিয়াজ কিনতে হয়েছে। কিন্তু এখন পিয়াজের দাম কিছুটা কমেছে। এতে আমার মতো সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় এখন কিছুটা দাম কমে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে,চলতি সপ্তাহের (শনিবার) প্রথম কর্ম দিবসে ভারতীয় ১৩ টি ট্রাকে ৩৫৮ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top