দোয়ারাবাজারে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১, ১০:৫৬
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল সমবায়ীকে শুভেচ্ছা জানিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সমবায়ের মাধ্যমে দারিদ্র্যমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও সমবায়ী সংগঠন গুলো কাজ করলে সমবায়ের উন্নয়ন হবে।
শনিবার (৬নভেম্বর) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হলরোমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মো. ফয়সল আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় সমিতির সভাপতি রিংকু দেব এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. শাহীনুর রহমান, দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান সফিকুল ইসলাম, সমবায় সমিতির সহ সভাপতি দিলিপ দাস প্রমুখ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: জাতীয় সমবায় দিবস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।