ফকিরহাটে ২ হাজার ৭০ জন উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী পাচ্ছে কোভিড ভ্যাকসিন
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৭:১০
বাগেরহাটের ফকিরহাট উপজেলার উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হয়।
ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৭০জন পরীক্ষার্থীকে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। সে অনুযায়ী আজ সকালে প্রথম দিনে কাজি আজহার আলি কলেজ ও সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ৭৪৬ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।
বাকি ৮টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের বুধ ও বৃহস্পতিবার টিকা দেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রেরিত উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ তালিকার তথ্য অনুযায়ী পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকা কার্যক্রমে শৃঙ্খলা, নিরাপত্তা ও সহযোগিতা করেন ফকিরহাট কাজি আজহার আলি কলেজের রোভার স্কাউট সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, এইসএসসি পরীক্ষার্থীদের দ্রুত টিকা প্রদানের জন্য একাধিক বুথ স্থাপন করেছি। শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ভাগ করে ৩ দিনে মোট ২,০৭০জনকে টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার পর গ্রহণকারীদের আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।