কক্সবাজারে দেশের প্রথম উড়ন্ত রেস্টুরেন্ট ‘ফ্লাই ডাইনিং’

কক্সবাজার থেকে | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ০১:২৫

কক্সবাজারে দেশের প্রথম উড়ন্ত রেস্টুরেন্ট ‘ফ্লাই ডাইনিং’

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে যাত্রা শুরু করেছে দেশের প্রথম উড়ন্ত রেস্টুরেন্ট ‘ফ্লাই ডাইনিং’। ডিজিটাল পদ্ধতির এই ‘ফ্লাই ডাইনিং’ নির্মাণ করেছেন আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ‘ইউর ট্রাভেলস লিমিটেড’।

মঙ্গলবার (৩০ নভেম্বের) সন্ধ্যায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে অত্যাধুনিক মেশিনের ক্রেনের সাহায্যে সৈকতের ভূপৃষ্ঠ থেকে ১৬০ ফুট উঁচুতে এ রেস্টুরেন্টে থাকবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। এখানে খাবার গ্রহণের সময় বাড়তি আনন্দ উপভোগ করা যাবে।আয়োজকরা জানান, ২০ জনের ধারণক্ষমতা সম্পন্ন ‘ফ্লাই ডাইনিং’ রেস্টুরেন্টটি মাটি থেকে সৈকতের আকাশে ১৬০ ফিট উপরে তুলে চতুর্দিক ঘুরতে ঘুরতে ক্রেতাদের খাবার পরিবেশন করবে।

এসময় আকাশ থেকে উপভোগ করা যাবে সৈকত ও আশপাশের দৃশ্যও। এতে জনপ্রতি সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে সাড়ে ৮ হাজার টাকা (খাবারসহ) খরচ পড়বে। পাঠাতনে উঠা, আকাশে উড্ডয়ন এবং অবস্থান ও নেমে আসার সময়সহ প্যাকেজের পরিধি এক থেকে দেড় ঘণ্টা। পরিবারসহ বিনোদন ও খাওয়ার ব্যবস্থাপনায় থাকছেন দেশের বিখ্যাত রন্ধন শিল্পী টনি খান।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top