বেদে পল্লীতে করোনাভাইরাসের টিকা ক্যাম্প
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪১
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বেদে পল্লীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা করতে টিকা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় কাটাখালী হাইওয়ে সংলগ্ন বেদে পল্লীর শিশুদের জন্য নির্মিত স্কুলে প্রাপ্তবয়স্ক বেদে সদস্যদের টিকা প্রদান করা হয়।
টিকা পেয়ে আনন্দ প্রকাশ করেন বেদে সম্প্রদায়ের সদস্যরা। বেদে রিতা বেগম, ইসরাফিল সরদার, সাফিয়া খাতুন, আক্তার হোসেন, রিপা বেগম সহ অনেকে বলেন, ‘প্রথম দিকে টিকা নিয়ে ভয়ে ছিলাম। কিন্তু হাসপাতালের স্যার আর আমাদের বাচ্চাদের পড়ানো এনজিও ম্যাডাম আমাদের বুঝিয়ে রাজি করিয়েছে। আমরা এ টিকা দিয়ে আগের চেয়ে নিরাপদ থাকতে পারবো। এখনও যারা টিকা নিতে রাজি হয়নি তাদের আমরা বুঝিয়ে বলবো। যারা এখান থেকে রংপুর দিনাজপুর গিয়েছে, তারা ফিরে আসলে টিকা দিতে বলবো।’
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটেশন কর্মকর্তা দেবরাজ মিত্র বলেন, পিছিয়ে পড়া ও ভবঘুরে বেদে জনগোষ্ঠিকে করোনাভাইরাস টিকার আওতায় আনার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার উদ্যোগ গ্রহণ করেন। এ ধারাবাহিকতায় তাদের কোভিড টিকার নিবন্ধণ প্রদান করে এস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
হাসপাতালের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) কামাল হোসেন বলেন,স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ১৫ বেদে সদস্যসহ ৭৬৩ জনকে আজ করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। এদের দ্বিতীয় ডোজ আগামী ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, বেদে জনগোষ্ঠি পেশার তাগিদে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসে। তাই তাদের টিকার আওতায় আনা হয়েছে। তারা হাসপাতালে এসে টিকা নেওয়ার মতো সচেতন নয় বলে আমরা তাদের কাছে টিকা নিয়ে গেছি। অন্যদের মতো ফকিরহাটের সকল পিছিয়ে পড়া সম্প্রদায়কে টিকার আওতায় আনা হবে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: বাগেরহাট বেদে পল্লী করোনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।