ফকিরহাট মূলঘর উচ্চ বিদ্যালয়ের পূণর্মিলন প্রস্তুতি সভা
মুনাজ | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৪

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ফকিরহাট মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৬৫ বছর পূর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্রদের উদ্যোগে পূণর্মিলন অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূণর্মিলনী সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে পূণর্মিলন বাস্তবায়ন পরিষদের আয়োজনে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
১৮৫৭ সালে প্রতিষ্ঠিত মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয়ে আগামী ২০২২ সালের ১১ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সম্ভাব্য দিন ধার্য করে প্রস্তুতি সভায় ৮টি উপকমিটি গঠন করা হয়েছে। অনলাইন ও সরাসরি নিবন্ধণ করে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক শেখ সিদ্দিকুর রহমান। পূণর্মিলন বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও প্রধান শিক্ষক মল্লিক আব্দুস সত্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খান মাহমুদ আরিফুল হক, মল্লিক আব্দুস সত্তার, প্রণব কুমার ঘোষ, এসএম জিয়াউল ইসলাম উল্কা, শেখ ইফতেখার আহমেদ, এসএম রেজাউল ইসলাম, এস এ জব্বার, শেখ মোতালেব হোসেন, খান বাদশা, শফিউল খান, কামরুজ্জামান, মো. এনায়েত, মো. দাউদ আলী, সৈয়দ জালিস মাহমুদ, সরদার জিয়াউর রহমান, এসএম সাইদুল আলম কামাল, এসএম রেজাউল ইসলাম প্রমূখ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ফকিরহাট থেকে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।