বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার: রায় নিয়ে যা বললেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩২

সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মন্তব্য করেছেন, এই ব্যবস্থা আগামী নির্বাচনকে সুসংহত করবে। আজ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এই ব্যবস্থার অধীনে গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি কীভাবে গঠন হবে, তা নিয়ে আলোচনা হবে।

তিনি আরও উল্লেখ করেন, অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পিছিয়ে যেতে পারে, তা জনগণ দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ করাই সবচেয়ে সহজ।

আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করলেও, এটি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। আমীর খসরুর মতে, এই রায় রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি ফিরিয়ে আনবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top