নারীর সুরক্ষায় তারেক রহমানের ৫ জরুরি প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:২০
অনলাইন এবং অফলাইনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি নারীদের সুরক্ষায় পাঁচটি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নের কথা জানিয়েছেন।
তারেক রহমান বলেন, যদি বাংলাদেশকে এগিয়ে যেতে হয়, তাহলে আমাদের মেয়ে, মা, বোন এবং সহকর্মীরা ভয় নিয়ে বেঁচে থাকতে পারবে না। এই সমস্যা সমাধানে বিএনপি যে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেবে:
১. জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা: সাইবার বুলিং ও হুমকির জন্য ২৪/৭ হটলাইন ও দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা। ২. জনজীবনে সুরক্ষা প্রোটোকল: প্রকাশ্যে আক্রমণের শিকার নারীদের জন্য স্পষ্ট জাতীয় নির্দেশিকা ও দ্রুত আইনি সহায়তা। ৩. ডিজিটাল সুরক্ষা শিক্ষা: স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবহারিক ডিজিটাল-নিরাপত্তা দক্ষতা শেখানো। ৪. শক্তিশালী কমিউনিটি-স্তরের প্রতিক্রিয়া: হেল্প ডেস্ক, নিরাপদ পরিবহন রুট এবং উন্নত রাস্তার আলো নিশ্চিত করা। ৫. নেতৃত্বে নারীর অংশগ্রহণের জন্য দেশব্যাপী চাপ: নেতৃত্ব প্রশিক্ষণ ও পরামর্শক নেটওয়ার্ক তৈরি করা।
তারেক রহমান আশা প্রকাশ করেন, রাজনীতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশি হিসেবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নারীরা নিরাপদ ও ক্ষমতায়িত হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।