১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থী পেল ফাইজারের টিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৪:৫০
দেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ৯ ডিসেম্বর পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে মোট ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জনকে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত টিকা সংক্রান্ত পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, টিকা নেওয়াদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২ লাখ ৭ হাজার ১০ জন।
এর আগে, ১ নভেম্বর থেকে ১২-১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেক প্রস্তুকৃত করোনার টিকাদান শুরু হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ফাইজার-বায়োএনটেক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।