সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

নাজিরা বাজারের গ্যাস বিস্ফোরণে হেলে পড়েছে ভবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০১:০৯

ঢাকার নাজিরা বাজারের গ্যাস বিস্ফোরণে হেলে পড়েছে ভবন

পুরান ঢাকা নাজিরা বাজারের একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছেন। বিস্ফোরণে হেলে পড়েছে পাঁচতলা ভবনটি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) রাত দেড়টার দিকে পাঁচতলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে আগুন ধরে যায়।

স্থানীয়রা জানান, বিকট শব্দের পর ওই ভবনের ভেতরে থাকা অধিকাংশ লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন ভবনটি থেকে। তবে আটকা পড়েন অনেকেই। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করে তাদের। বিস্ফোরণে ভবনটি একদিকে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভবনের বাসিন্দাদের।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top